শনিবার যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’ এর প্রদর্শনী

চট্টগ্রামের গ্রুপ থিয়েটার ‘নাট্যাধার’ এর ১৩তম প্রয়োজনা শেখ মুজিবুর রহমানের সংগ্রামী জীবনভিত্তিক যাত্রাপালা ‘বাংলার মহানায়ক’ এর প্রদর্শনী আগামী শনিবার রাত সাড়ে আটটায় ফেনীর সোনাগাজীর মংগলকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।

ফেনীর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সেলিম আল দীন মেলা উপলক্ষে এই যাত্রাপালাটির প্রদর্শনী হচ্ছে।

এতে ১৯৬৯-এ রেসকোর্স ময়দানে শেখ মুজিবকে ‘বঙ্গবন্ধ’ উপাধী প্রদান থেকে শুরু করে ১৯৭৫- এ ১৫ আগস্ট তাকে হত্যার ঘটনাক্রম তুলে ধরা হবে ।

মিলন কান্তি দে রচিত ও জামাল হোসাইন মঞ্জু সম্পাদিত যাত্রাপালাটির নির্দেশনা দিয়েছেন মোস্তফা কামাল যাত্রা। যাত্রাপালাটির সংগীতে আছেন ডা. দীপংকর দে, আবহ সংগীতে শারমিন সুলাতানা রাশা, রূপসজ্জ্বায় শাহীনূর সরোয়ার, আলোক পরিকল্পনায় অনিক ইউসুফ, পোশাকে মোস্তফা কামাল যাত্রা, দ্রব্য সম্ভারে হারুন বাবু এবং প্রযোজনা অধিকর্তা হলেন মাসউদ আহমেদ।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মো. বাহাউদ্দিন মিরান, মোস্তফা কামাল যাত্রা, শাহীনূর সরোয়ার, আনিস মঞ্জুর সেন্টু, আবুল কাশেম খান, তৌহিদ হাসান ইকবাল, আসিফ উদ্দিন শুভ, দিদার মোরশেদ, মাসউদ আহমেদ, জিসাদ জোহান, রাকিব হোসেন, সুপ্রিয়া চৌধুরী, ফাল্গুনী দাশ, ফারহানা নাসরিন বৃষ্টি, জিনিয়া তাসনীম প্রমুখ।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *