পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌর সদরের গোবিন্দারখীল এলাকায় দেড়শ টাকার জন্য জসিম উদ্দিন (২৫) নামে এক যুবক খুন হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৯ টার সময় গোবিন্দারখীল তিতা গাজী পোল এলাকায় এই ঘটনা ঘটে। সে পৌরসদরের ৮নং ওয়ার্ড এলাকার মৃত জাকির হোসেনের পুত্র।
নিহতের বড় ভাই মোঃ সেলিম জানায়, পৌর সদরের ৯নং ওয়ার্ড এলাকার জীবন নামে একজনের কাছ থেকে ১৫০ টাকা পাওনা ছিল নিহত জসিম উদ্দিন। রাত সাড়ে ৮ টার দিকে নিহত জসিম উদ্দিন তার পাওনাকৃত একশত পঞ্চাশ টাকা খুঁজতে গেলে জীবন ও ইমন এর সাথে ঝগড়া বাধে। ঝগড়া ঝাটির একপর্যায়ে জসিম ছুরিকাঘাতে নিহত হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানায় জসিম উদ্দিনকে হাসপাতালে আনার আগে তার মৃত্যু হয়।
পটিয়া থানার ওসি বোরহান উদ্দিন জানান, প্রাথমিকভাবে জানাতে ১৫০ টাকার জন্য জসিম উদ্দিন নামের এক যুবকের সাথে অপর দুই যুবকের সাথে ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে ছুরিকাঘাতে জসিম উদ্দিন নিহত হয়েছে। নিহতের লাশ সুরতহাল প্রস্তুত করে ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালে প্রেরণ করা হইবে।
Leave a Reply