২৪ ঘন্টা ডট নিউজ। ডেস্ক নিউজ। মিরসরাইয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে পুলিশ কর্তৃক লাঞ্চিত হয়েছেন জাতীয় দৈনিক ভোরের দর্পণ পত্রিকার মিরসরাই প্রতিনিধি ও মিরসরাই প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য মো. আশরাফ উদ্দিন।
আজ মঙ্গলবার রাত সাড়ে বারটার সময় মিরসরাই উপজেলা সদরের বাদামতলি এলাকায় মহাসড়কে বিএসআরএম এর লরি দূর্ঘটনায় দুই ব্যক্তি আহত হওয়ার সংবাদ সংগ্রহ করতে গেলে পুলিশ উক্ত সংবাদ কর্মীর সাথে অশালিন আচরণ সহ শারিরিকভাবে লাঞ্চিত করে।
লাঞ্চিত সংবাদ কর্মী আশরাফ জানান দূর্ঘটনাস্থলের পাশেই তার বাসা হওয়ায় বিকট শব্দ শুনে দূর্ঘটনার তথ্য সংগ্রহ করার জন্য ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনিয় তথ্য সংগ্রহের চেষ্টা করছিলেন।
এসময় পুলিশের এক সদস্য বাজে ব্যবহার করে ও গায়ে ধাক্কা দিয়ে ঘটনা স্থল ত্যাগ করতে বল্লে তিনি প্রতিবাদ করেন। প্রতিবাদ করে সাংবাদিক পরিচয় দিলে আরো উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করে। পরে কিশোর নামে এক চালক দূর থেকে তেড়ে এসে উক্ত সংবাদ কর্মীর মাথা থেকে টুপি ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন।
এক পর্যায়ে এই পুলিশ সদস্য গছের বড় ঢাল ভেঙ্গে নিয়ে সংবাদ কর্মীকে মারতে উদ্যোত হলে উপস্থিত স্থানীয় লোকজন বাধা সৃষ্ঠি করে। স্থানীয়রা বিনা কারনে সংবাদ কর্মীর সাথে অশালিন আচরণ ও অত্যাচারের প্রতিবাদ করায় হাতের লাঠি ফেলে দিয়ে একটি মোটরসাইকেলে করে দ্রুত স্থান ত্যাগ করে ওই পুলিশ সদস্য।
এ ব্যাপারে মিরসরাই প্রেসক্লাবের পক্ষ থেকে থানা তদন্ত কর্মকর্তা বিপুল দেবনাথ কে অবহিত করা হয়। বিপুল দেবনাথ বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছেন।
মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম জানান থানা কি পদক্ষেপ নেয় তা দেখার অপেক্ষায় আছি। সন্তুষ্টিমুলক সমাধান আশা করছি তাদের কাছ থেকে অন্যথায় আমরা আমাদের সাংগঠনিক ভাবে পরবর্তী পদক্ষেপ নেব। পুলিশ যেটা করেছে সেটা পেশাদারিত্বের মধ্যে পড়ে না। এমন ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছি সংগঠনের পক্ষ থেকে।
Leave a Reply