২৪ ঘন্টা ডট নিউজ। সঞ্জয়,পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরে পিডিবি’র একটি বিদ্যুতের খুঁটি ভেঙ্গে পড়ে গুরুতর আহত হয়েছে অন্তর নন্দী (২৪) নামে এক যুবক।
আজ বুধবার বিকাল ৪টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এই দূর্ঘটনাটি ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
আহত অন্তর আনোয়ারা সদর ৪নং ওয়ার্ড এলাকার পুলক নন্দীর ছেলে এবং পাইপ ফিটার মিস্ত্রি হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।
এদিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ায় প্রায় ৩০ মিনিট গাড়ি চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে এসে বৈদ্যুতিক খুঁটিতে অপসারন করলে মহাসড়কটিতে যানচলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, বিকাল ৩ টা থেকে পিডিবি’র ৩ জন কর্মী একটি বৈদ্যুতিক খুঁটি তুলে নেওয়ার চেষ্টা করেন। এসময় বাইসাইকেল যোগে বাস ষ্টেশনের দিকে যাচ্ছিলেন পাইপ ফিটার মিস্ত্রি অন্তর। বৈদ্যুতিক খুঁটিটি ভেঙ্গে হঠাৎ বাইসাইকেল আরোহী অন্তরের শরীরের উপর পড়লে সে গুরতর আহত হয়।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানায় বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে আহত অন্তর নন্দী’র অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
পটিয়া থানার এস.আই পরেশ চন্দ্র সিকদার জানান বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে একব্যক্তি গুরুতর আহত হয়েছে। তাকে উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান ছেলেটির অবস্থা খুবই আশংকা জনক।
Leave a Reply