পটিয়া প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে পিডিবি’র বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে গুরতর আহত হয়ে মৃত্যুর সাথে ৫ ঘন্টা পাঞ্জা লড়ে মারা গেছেন অন্তর নন্দী (২৪) নামের এক পাইপ ফিটার মিস্ত্রি। সে আনোয়ারা সদর ৪নং ওয়ার্ড এলাকার পুলক নন্দীর পুত্র।
বুধবার (৪ মার্চ) বিকাল ৪টার সময় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়াস্থ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।
জানা যায় বিকাল ৩ টা থেকে পিডিবি’র ৩ জন কর্মী একটি বৈদ্যুতিক খুঁটি অপসারন করার সময় বাইসাইকেল যোগে বাস ষ্টেশন এলাকায় যাওয়া পথে বৈদ্যুতিক খুঁটিতে ভেঙ্গে বাইসাইকেল আরোহীর অন্তর নন্দী গায়ের উপর পড়লে সে গুরতর আহত হয়।
প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার জানান বৈদ্যুতিক খুঁটি ভেঙ্গে পড়ে আহত অন্তর নন্দী’র অবস্থা আশংকা হওয়ায় তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন জানান মৃত্যুর সাথে ৫ ঘন্ট পাঞ্জা লড়ে রাত ৮ দিকে অন্তর নন্দী (২৪) নামের এক পাইপ ফিটার মিস্ত্রির মৃত্যু হয়েছে।
Leave a Reply