আব্দুর রহমান শাহ্ মাইজভাণ্ডারীর (রঃ) ৫৫তম বার্ষিক ওরশ সম্পন্ন

রাউজান প্রতিনিধি: খলিফায়ে গাউছুল আজম মাইজভাণ্ডারী হযরত মাওলানা আব্দুর রহমান শাহ্ মাইজভাণ্ডারীর (রঃ) ৫৫তম বার্ষিক ওরশ শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ মার্চ) বাদে আছর হাটহাজারী উপজেলার ধলই এনায়েতপুর এলাকায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন উত্তর জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি হযরতুলহাজ্ব আল্লামা মুফিত ইব্রাহীম আল্ কাদেরী। উদ্বোধক ছিলেন শানে গাউছুল আজম মাইজভাণ্ডারী ওলাম পরিষদের সচিব আল্লামা গোলাম মোস্তাফা শায়েস্তা খাঁন আল আজহারী।

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি সংযুক্ত আরব আমিরাত শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা দিদারুল আলম মাইজভাণ্ডারীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন আহসানুল উলুম মাদ্রাসার প্রভাষক হযরতুলহাজ্ব আল্লামা ইদ্রিস আনসারী, বিশেষ আলোচক ছিলেন কাজীর দেউরী কাজী বাড়ী শাহী জামে মসজিদের খতিব মাওলানা কে এম বেলাল হোসাইন মাইজভাণ্ডারী।

মাওলানা মুহাম্মদ ওয়াহিদ রেজা কাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি কেন্দ্রীয় পর্ষদের যুগ্ম সম্পাদক সৈয়দ জহুরুল হক আজাদ, হাজী নুরু মোহাম্মদ,ওরশ পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব ফজলুল করিম চৌধুরী, সি.সহ মাওলানা মোহাম্মদ ইউছুপ,মাষ্টার দিদারুল আলম,সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আমান উল্লাহ্, সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মাদ শহিদুল আলম প্রমুখ।

পরে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ ও ২৩জন মেধাবী শিক্ষার্থীদের২৩হাজার টাকা আর্থিক প্রদান করা হয়। শেষে মিলাদ ক্বিয়াম ও মোনাজাতসহ জিকিরে ছেমা মাহফিল অনুষ্ঠিত হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *