মধ্যরাতে চবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আটক ৭

চবি প্রতিনিধিঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর ৭ জনকে আটক করেছে পুলিশ। এসময় প্রক্টরিয়াল বডির সদস্যরাও উপস্থিত ছিলেন।

বুধবার (৪ মার্চ) দিবাগত সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল থেকে ৫৭ জন ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশ। আটককৃতদের হাটহাজারী থানায় নিয়ে যাওয়া পর যাচাই বাছাই করে ৫০ জনকে ছেড়ে দেয়া হয়।

আটককৃত ৭ জন হলেন- সিক্সটি নাইন গ্রুপের রসায়ন বিভাগের ১৪-১৫ শিক্ষাবর্ষের গোলাম শাহরিয়ার, ইসলামের ইতিহাস বিভাগের ১৫-১৬ শিক্ষাবর্ষের জোবায়ের আহমেদ নাদিম, উদ্ভিদবিদ্যা বিভাগের একই শিক্ষাবর্ষের মাশরুর অনিক, পরিসংখ্যান বিভাগের ১৬-১৭ শিক্ষাবর্ষের আকিব জাবেদ, ১৮-১৯ শিক্ষাবর্ষের রুম্মান, হায়দার এবং বিজয় গ্রুপের ১৬-১৭ শিক্ষাবর্ষের জিন্নাত মজুমদার ও কনকর্ড গ্রুপের জিসান।

জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে পূর্বের ঘটনার রেশ ধরে এফ রহমান হলে বিজয় গ্রুপের ওপর আক্রমণ করে সিক্সটি নাইন ও কনকর্ড গ্রুপ।

এসময় হলে ব্যাপক ভাংচুর চালানো হয়। বৈদ্যুতিক বাতি ভেঙে ফেলা হয়। এক পর্যায়ে ৬ টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এসময় দুই গ্রুপের মধ্যে তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় গ্রুপের অর্ধ শতাধিক কর্মী আহত হয়।

এ বিষয়ে বিজয় গ্রুপের নেতা ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, মধ্যরাতে শিবির স্টাইলে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপুর নেতৃত্বে এ নৃশংস হামলা হয়েছে। আমাদের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছে।

এদিকে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, সন্ধ্যায় তিন হল থেকে বিজয়ের কর্মীরা আমাদের কর্মীদের বের করে দেয়। প্রশাসনকে বারবার অনুরোধ করলেও মধ্যরাতেও তাদের হলে ওঠার কোনো ব্যবস্থা করে দেয়নি। রাতে তারা দুই হলে উঠতে গেলে হামলা চালায় বিজয়ের কর্মীরা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *