চট্টগ্রাম কক্সবাজার আরকান মহাসড়কের উপর নিমির্ত কমল মুন্সির হাটের যাত্রী ছাউনি টি বার বার দখল করে ১টি চক্র ফল ফ্রুটের ব্যবসা পরিচালনা করছিল দীর্ঘদিন যাবত।
বুধবার (৯ অক্টোবর) উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাবিবুল হাসান মোবাইল কোর্ট পরিচালনাকালে যাত্রী ছাউনীতে অবৈধভাবে ফলফ্রুট এর দোকান দেয়ার অপরাধে ০২জন বিক্রেতাকে ৩,০০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন এবং দোকন উচ্ছেদ করা হয়।
এর আগে অনেকবার উচ্ছেদ অভিযান করা হলে ১টি চক্র কিছুদিন যেতে না যেতে আবার পুনরায় ব্যবসা চালু করে আসছিল।
এ বিষয়ে ইউএনও বলেন, অবৈধ ভাবে যে কোন জায়গায় দখল হলে সাথে সাথে ব্যবস্থা গ্রহন করা হবে।
Leave a Reply