কাল শেষ টস করতে নামবেন মাশরাফি

বাংলাদেশের কিংবদন্তী ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার অবসর নিয়ে আলোচনা হচ্ছে অনেকদিন ধরেই। তবে কিছুদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি জানিয়েছিলেন, অবসর না নিলেও দ্রুতই অধিনায়কত্ব থেকে সরে যাবেন মাশরাফি।

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বৃহস্পতিবার (৫ মার্চ) আনুষ্ঠানিকভাবে সেই ঘোষণাই দিলেন।

বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফির নামের পাশে কালকের পর থেকেই বসে যাবে সাবেক অধিনায়ক। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচটির আগের দিন সংবাদ সম্মেলনে এমনটায় জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস,

‘অধিনায়ক হিসাবে কালকে আমার শেষ ম্যাচ। আজকে আমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়কত্ব থেকে সরে যাচ্ছি। আগামীকাল জিম্বাবুয়ের সাথে তৃতীয় ওয়ানডে আমার অধিনায়ক হিসাবে শেষ ম্যাচ।’
বাংলাদেশের পরবর্তী অধিনায়ককে শুভকামনা জানানোর পাশাপাশি সুযোগ পেলে তাকে সকল প্রকার সহযোগিতা করার কথা জানিয়েছেন মাশরাফি, ‘সুযোগ আসলে খেলোয়াড় হিসাবে সেরাটা দেয়ার চেষ্টা করব। আমার শুভকামনা থাকবে পরবর্তী অধিনায়কের জন্য। আমার বিশ্বাস তারা বাংলাদেশ ক্রিকেটকে পরবর্তী ধাপে নিয়ে যাবে, ইনশাআল্লাহ। এবং আমি দলে থাকলে আমিও চেষ্টা করব তাকে সর্বোচ্চ সহযোগিতা করার।’

এছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সংশ্লিষ্ট সবাইকে এবং জাতীয় দলের সাবেক ও বর্তমান কোচ ও টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মাশরাফি, ‘আমার প্রতি এতদিন আস্থা রাখার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার নেতৃত্বে বাংলাদেশ দলে যারা খেলেছে তাদের সবাইকে। আমি নিশ্চিত, এই প্রক্রিয়াটা এত সহজ ছিল না গত ৪-৫ বছরে। টিম ম্যানেজমেন্ট যারা ছিল যাদের অধীনে আমি খেলেছি, অধিনায়কত্ব করেছি, তারা সবাই আমাকে অনেক সহযোগিতা করেছে। সিদ্ধান্তটা আমি নিজেই নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমার অধিনায়কত্ব শেষবারের মতো শুরু হয় হাথুরাসিংহের অধীনে, তারপর খালেদ মাহমুদ সুজন, স্টিভ রোডস; এখন ডমিঙ্গো দিয়ে শেষ হচ্ছে। নির্বাচক এবং বোর্ডের কর্মকর্তা, বোর্ডের সকল স্টাফকে। আপনাদের মিডিয়া কর্মীদেরকেও ধন্যবাদ, আপনারাও সহযোগিতা করেছেন। সবশেষে সমর্থক, বাংলাদেশ ক্রিকেটের প্রাণ, আপনাদের সবার সহযোগিতা ছাড়া সম্ভব হতো না।’

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচ পর্যন্ত বাংলাদেশকে ৮৭টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফি। যারমধ্যে ৪৯টি ম্যাচে দলকে জয় এনে দিয়েছেন তিনি। হিসাব করলে দেখা যায়, ওয়ানডে অধিনায়ক হিসাবে তার জয়ের হার ৫৭.৬৪, যা কিনা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশের পক্ষে তিনি খেলেছেন ২১৭টি ওয়ানডে ম্যাচ যেখানে জয়ে দেখেছেন মোট ৯৬ বার।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *