ইন্ডিপেনডেন্ট টিভিকে হারিয়ে চ্যাম্পিয়ন সময় টেলিভিশন

টিভি জার্নালিস্ট এসেসিয়েশন চট্টগ্রামের আয়োজনে “মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এর ফাইনালে ইন্ডিপেনডেন্ট টিভিকে ২০ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সময় টেলিভিশন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে এম এ আজিজ স্টেডিয়ামে সেমিফাইনালে ডিবিসিকে হারিয়ে ফাইনালে উঠে সময় টেলিভিশন অপর ম্যাচে জিটিভিকে হারিয়ে ফাইনালে উঠে ইন্ডিপেনডেন্ট টিভি।

ফাইনালে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধরিত পাঁচ ওভারে ৪ উইকেট হারিয়ে ৬৭ রান সংগ্রহ করে সময় টেলিভিশন জবাবে ৪৭ রানে অল আউট হয়ে যায় ইন্ডিপেনডেন্ট টেলিভিশন। ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় সময় টেলিভিশনের নবাব মিয়া।

দুই দিনব্যাপী এ টুর্নামেন্টে চট্টগ্রামে বিভিন্ন টেলিভিশনে কর্মরত সংবাদকর্মীদের ৮টি দল অংশ নেয়। ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন রানাআপ ও অংশগ্রহনকারী দলসমুহের হাতে পুরস্কার তুলে দেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ এনডিসি।

এসময় তিনি বলেন, দেশের ক্রিড়াঙ্গণকে সমৃদ্ধ করতে সাংবাদিকদের ভুমিকা প্রশংসনীয়, শরীর ও মনকে ভাল রাখতে খেলাধুলা ও বিনোদনের কোন বিকল্প নাই নানান ব্যস্থতার মাঝে চট্টগ্রামের টিভি সাংবাদিকদের এ আয়োজন সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

টিভি জার্নালিস্ট এসেসিয়েশন চট্টগ্রামের সভাপতি নাসির উদ্দিন তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেব উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস জিপিএইচ ইস্পাত লিমিটেডের মিডিয়া উপদেষ্ঠা অবিক ওসমান।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মোস্তাক আহমদ, টিভি জার্নালিস্ট এসেসিয়েশন চট্টগ্রামের সাবেক সভাপতি শামসুল হক হায়দারী, টিভি জার্নালিস্ট এসেসিয়েশন চট্টগ্রামের সাধারন সম্পাদক লতিফা আনসারী রুনা, যুগ্ম সম্পাদক মাসুদুল হক, অর্থ সম্পাদত আরিফুর রহমান সবুজ, টুর্নামেন্টর সমন্বয়ক ও নির্বাহী সদস্য তৌহিদুল আলম প্রমুখ।

এর আগে গতকাল এম এ আজিজ স্টেডিয়ামে বেলুন উড়িয়ে “মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২০” এর উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *