হবিগঞ্জে গাছের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কা,নিহত ৮

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৮ যাত্রী নিহত হয়েছেন। এতে চালকসহ আহত হয়েছেন আরো ৪জন।

আজ শুক্রবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার গজনাইপুর ইউনিয়নের কান্দিগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহতরা বৃহস্পতিবার রাতে নারায়নগঞ্জের পাগলা এলাকা থেকে পাত্রী দেখার জন্য সিলেটের উদ্দেশে রওয়ানা করেন। পথিমধ্যে উল্লেখিত স্থানে আসামাত্র দ্রুতগামী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি বড় গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ১জন নারী ও ৭জন পুরুষ নিহত হন। এতে শিশু ও চালকসহ আরো ৫জন গুরুতর আহত হন। তাদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে গোফলার বাজার তদন্তকেন্দ্রের পুলিশ, শেরপুর হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *