বায়তুল মোকাররম মোদিবিরোধী বিক্ষোভে উত্তাল

ভারতের রাজধানী দিল্লিতে মুসলমানদের ওপর নির্যাতন, সহিংসতা ও মসজিদ ভাঙচুরের প্রতিবাদ ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার আমন্ত্রণের প্রতিবাদে বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ করেছে বিভিন্ন ইসলামি দল। এ সময় আগামী ১২ মার্চ বৃহস্পতিবার রাজধানীসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করার কর্মসূচি ঘোষণা করে কয়েকটি ইসলামি দল ও সংগঠন।

জুমার নামাজের পর জাতীয় মসজিদে সংক্ষিপ্ত সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করেন হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের আমির ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী।

সংক্ষিপ্ত সমাবেশে নূর হোসাইন কাসেমী বলেন, ১২ তারিখ বাদ আসর সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। কোনোভাবেই বাংলার মাটিতে আমরা মোদিকে পা রাখতে দেবো না। প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আহ্বান- দিল্লিতে মুসলমানদের ওপর যে নির্মম অত্যাচার চালানো হয়েছে এরপর তৌহিদি জনতা মোদির মতো খুনিকে বাংলার মাটিতে পা রাখতে দেবো না। আমরা আগেও এ কথা বলেছিলাম, আজও বলছি।

নামাজের এক ঘণ্টা আগে থেকে বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের ঢল নামে। নামাজ শেষে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে মিছিল পল্টনের দিকে চলে যায়। কোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল।

এ সময় বিক্ষোভকারীরা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণের প্রতিবাদ জানান লাখো জনতা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *