সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ড পৌরসভাস্থ এলাকা থেকে ১০২০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে আটককৃত ব্যাক্তিকে কোর্টে প্রেরণ করা হয়েছে। এঘটনায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে
পুলিশ ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সীতাকুণ্ড পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের নামার বাজার ব্রীজ এলাকার পাকা রাস্তার উপর থেকে মানিক মিয়া(৩৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
এদিকে সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ জুলফিকার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১০২০ পিস ইয়াবাসহ মানিক নামের এক ইয়াবা কারবারিকে আটক করা হয়। শনিবার আটককৃতকে কোর্টে প্রেরণ করা হয়েছে এবং এ ব্যাপারে আটককৃতর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে।
Leave a Reply