বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি: বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ২য় সেমিফাইনালে ফটিকছড়ি ধর্মপুর খেলোয়াড় সমিতি ৪-১ গোলে হাটহাজারী ফরহাদাবাদ ক্রীড়া ও সমাজ কল্যান সংসদকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। বিজয়ী দলের এভিল হ্যাট্রিক করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়ে ৫ হাজার টাকার প্রাইজমানি গ্রহন করেন।

খেলায় প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় এবিএম ফজলে করিম চৌধুরী এম পি।

টুর্নামেন্ট উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক সুমন দে এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক তপন দে’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগ, রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্ল্যাহ , উপজেলা আ.লীগের সি. সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, আ.লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী, টূর্ণামেন্টের আহবায়ক উপজেলা যুব লীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, ইউপি চেযারম্যান বি এম জসিম উদ্দিন হিরু, আ.লীগ নেতা সাইফুল ইসলাম চৌধুরী রানা, অধ্যাপক সেলিম নেওয়াজ , সদস্য সচিব আহসান হাবীব চৌধুরী হাসান, নুরুল ইসলাম চৌধুরী শাহাজান, সারজু মোঃ নাছের, শওকত হোসেন, ম্যালকম চক্রবর্তী, সেকান্দর হোসেন, দিপলু দে দিপু, ইমরান হোসেন ইমু, জিল্লুর রহমান মাসুদ, অনুপ চক্রবর্তী মোঃ আসিফ ওয়াহেদ বাবলু, ইমরান হোসেন জীবন, আরমান শান্ত, তানভীর হোসেন চৌধুরী, রাজু দে ,বেলাল হোসেন সিফাত, মোবারক হোসেন রাব্বি ,অনন্ত প্রলয় চাকমা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *