রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি : রাউজানে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
রবিবার (৮ মার্চ) সকালে রাউজান উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা সংস্থার উদ্যেগে র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে রাউজান উপজেলা পরিষদ হলে রাউজান উপজেলা তথ্য অফিসার সুবর্না সুমাইয়ার সভাপতিত্বে ও উপজেলা মহিলা অধিদপ্তরের হিসাব রক্ষক শিবু চন্দ্র দাশের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন রাউজান উপজেলা নিবাহী কর্মকর্তার অফিসের প্রশাসনিক কর্মকর্তা দুর্লভ কান্তি বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা সাব্বির আহম্মদ, উপজেলা মৎস্য কর্মকর্তা পিযুস প্রভাকর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহ ই জাহান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রহমত আলী ।
Leave a Reply