খুলনায় মদ পানে ৮ জনের মৃত্যু

mod

খুলনায় শারদীয় দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনের আগে ও পরে অতিরিক্ত মদ পান করে আট জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) গভীর রাতে মদ খেয়ে তারা অসুস্থ হয়ে পড়লে তাদের খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাতেই একজনের মৃত্যু হয়।

বুধবার (৯ অক্টোবর) দিনের বিভিন্ন সময়ে বাকি সাত জন মারা যান।

নিহতরা হলেন- নগরীর গ্যালাক্সির মোড়ের সুজন শীল (২৬), গল্লামারীর প্রসেন‌জিৎ দাস (২৯), প্রসেন‌জিতের আপন ভাই তাপস (৩৫), ভৈরব টাওয়ারের রাজু বিশ্বাস (২৫) ও রূপসা রাজাপুর এলাকার প‌রিমল, অমিত শীল, ইন্দ্রানী বিশ্বাস ও দীপ্ত সাহা।

খুলনা মেডিকেল সূত্রে জানা যায়, দুর্গাপূজার উৎসবে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন তারা। রাতেই অসুস্থ অবস্থায় তাদের খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে ও দিনের বিভিন্ন সময়ে আট জন মারা যান। অতিরিক্ত মদ পান করায় আরও কয়েকজন অসুস্থ অবস্থায় মেডিকেলে ভর্তি আছেন।

খুমেক হাসপাতালের চিকিৎসক ডা. ওমর ফারুক বলেন, ‘গতকাল বিভিন্ন সময়ে তাদের মেডিকেলে ভর্তি হয়। রাতে একজন মারা যান, দিনে আরও সাতজনের মৃত্যু হয়।’ অতিরিক্ত মদ্যপানেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *