একমাত্র টেস্টে জয়ের পর তিন ম্যাচ ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে বিধ্বস্ত করেছে বাংলাদেশ দল। হারিয়েছে ৩-০ ব্যবধানে। এবার মিশন টি-টোয়েন্টি। যেখানে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে ৪৮ রানের জয় তুলে নিয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন টাইগাররা।
এদিন শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রতিপক্ষ বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান জিম্বাবুয়ের অধিনায়ক শন উইলিয়ামস। পরে লিটন দাসকে নিয়ে নিজেদের ইনিংস শুরু করতে আসেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবাল।
ম্যাচের শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকেন দুজন। পাওয়ার-প্লের ৬ ওভারে তোলেন ৫৯ রান। তবে দুর্দান্ত শুরু করলেও খানিক আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয় তামিমকে। ৩৩ বলে ৪১ রান করে আউট হন তিনি।
তামিম না পারলেও অর্ধশতক পূরণ করেন লিটন। ৩১ বলে ব্যক্তিগত পঞ্চাশ রানের কোটা ছোঁয়ার পর ৫৯ রানের সময় সিকান্দার রাজার শিকারে পরিণত হয়ে ফেরেন তিনি। ৫টি চারের সাথে ৩টি ছক্কার মারে নিজের ইনিংসটি সাজান লিটন।
এরপর মুশফিকুর রহিমও ১৭ রান করে আউট হলে দলের হাল ধরেন সৌম্য সরকার। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ১৪ রানের সাথে শেষদিকে ফিফটি তুলে নেওয়া সৌম্যর ৩৯ বলে ৪টি চার ও ৫টি ছক্কার সাহায্যে করা ৫৯ রানের কল্যাণে নির্ধারিত ২০ ওভার শেষে সমান ২০০ রানের পুঁজি পায় বাংলাদেশ দল।
২০১ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে একেবারেই সুবিধা করতে পারেনি জিম্বাবুয়ে। ব্যক্তিগত ১ এবং দলীয় ১১ রানের রানের সময় শফিউল ইসলামের বলে সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্রেন্ডন টেলর। এরপর ৮ রানে থাকা ক্রেইগ আরভিন মুস্তাফিজের বলে আউট হলে মাধেভেরে রান আউট হন ৪ রান করে।
কামুনহুকামুয়ে ও উইলিয়ামস কিছুটা চেষ্টা চালালেও ইনিংসের নবম ওভারে দুই ব্যাটসম্যানকেই ফেরান স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। খানিক পর রাজাও একই পথের সারথি হলে ৮৩ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে বসে জিম্বাবুয়ে।
শেষদিকে আর কোনো ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে না পারলে ১৫২ রানেই অলআউট হয়ে যায় সফরকারীরা। ফলে ৪৮ রানে ম্যাচ জিতে ২ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ দল। টাইগারদের সমান ৩টি করে উইকেট নেন লেগস্পিনার বিপ্লব ও পেসার মুস্তাফিজ।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০০/৩ (২০ ওভার)
সৌম্য ৬২*, লিটন ৫৯, তামিম ৪১; ভাধেভেরে ১/১৫, রাজা ১/৩১।
জিম্বাবুয়ে: ১৫২/১০ (১৯ ওভার)
কামুনহুকামুয়ে ২৮, মুম্বা ২৫, উইলিয়ামস ২০; বিপ্লব ৩/৩৪, মুুস্তাফিজ ৩/৩৪।
ফল: বাংলাদেশ ৪৮ রানে জয়ী।
Leave a Reply