করোনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিকের মৃত্যু

যুক্তরাজ্যে প্রাণঘাতী করোভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় গত রোববার ম্যানচেস্টারের একটি হাসপাতালে তিনি মারা যান।

বিবিসি বাংলা’র প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৯ ফেব্রুয়ারি ৬০ বছরের ওই ব্রিটিশ-বাংলাদেশি ইতালি সফর করে ফিরেছিলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পাঁচ দিনের মাথায় তার মৃত্যু হয়।

তার ছেলে জানান, নানা ধরনের অসুস্থতা ছিল তার বাবার, যা নিয়ে তিনি বেশ ভুগছিলেন। কোলেস্টরেল, আর্থ্রাইটিস, হৃদরোগ, অ্যাজমা, শ্বাসকষ্ট।তবে এসবের পরও তিনি মোটামুটি ভালো ছিলেন। তিনি শতভাগ সুস্থ ছিলেন না। কিন্তু মোটামুটি ভালো ছিলেন।

তার ছেলে আরও জানান, ইতালি থেকে ফেরার পর গত ৩ মার্চ মাস্ক পরে কাছের হেলথ সেন্টারে গিয়েছিলেন তার বাবা। চিকিৎসক তাকে মাস্ক পরে থাকার কারণ জিজ্ঞাসা করায় তিনি ইতালি থেকে আসার কথা জানান। সঙ্গে সঙ্গে তাকে আলাদা করে নিয়ে করোনাভাইরাস পরীক্ষা করা হয়। ভাইরাসের উপস্থিতি পাওয়া যাওয়ার পর কোয়ারেন্টাইনে রাখা হয় তাকে।

তিনি আরও জানান, ‘হাসপাতালে প্রথম দিকে বাবার অবস্থা স্থিতিশীল ছিল। আমাদের সবাইকে বাড়িতে অবস্থান করতে বলা হয়।কিন্তু তারপর ডাক্তাররা জানান, তার রক্তে যথেষ্ট অক্সিজেন যাচ্ছে না। তার হৃদস্পন্দন অনিয়মিত। এভাবেই চলছিল কয়েকদিন। তারপর রোববার তিনি মারা যান।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *