২৪ ঘন্টা ডট নিউজ। ফটিকছড়ি প্রতিনিধি : ফটিকছড়িতে স্কুল চলাকালে বৈদ্যুতিক খুটির তারে জড়িয়ে নবম শ্রেণীতে পড়ুয়া এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ ১০ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভূজপুর থানাধীন মির্জারহাট উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। নিহত ছাত্রের নাম মুহাম্মদ আবদুল্লাহ (১৪)। সে ওই এলাকার ইদিলপুর সওদাগর বাড়ির প্রবাসী আশরাফুল ইসলামের পুত্র।
স্কুলের প্রধান শিক্ষক দিলীপ কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, ক্লাস চলাকালীন সময়ে স্কুলের নতুন ভবনের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটির তারের সাথে জড়িয়ে নবম শ্রেণীর ছাত্র আবদুল্লাহ ঘটনাস্থলে মৃত্যু হয়।
Leave a Reply