তিন দশকে চবির অঙ্গন

চবির অঙ্গন

চবি প্রতিনিধি : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’ প্রতিষ্ঠার তিন দশক পূর্ণ হয়েছে। ‘সুস্থ সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে মানবিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয়’ এই স্লোগানকে সামনে রেখে দুই দিনব্যাপী তিন দশক পূর্তি উৎসব পালন করতে যাচ্ছে সংগঠনটি।

আগামীকাল (বুধবার) থেকে শুরু হচ্ছে এই অনুষ্ঠান। প্রথমদিন বিশ্ববিদ্যালয়ের জারুলতলা প্রাঙ্গণে এবং দ্বিতীয় দিন চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠান রয়েছে।

আয়োজকরা জানান, প্রথম দিনে দুপুর ১২ টায় বর্ণাঢ্য এক র‌্যালির মাধ্যমে অনুষ্ঠন শুরু হবে। দ্বিতীয় দিন অঙ্গনের ফ্ল্যাশ মব প্রদর্শনীর মধ্য দিয়ে। উভয় দিনেই সাংস্কৃতিক পর্বের পরিবেশনায় রয়েছে সংগীত, নৃত্য, আবৃত্তি, ডকুমেন্টারি প্রদর্শনী।

এছাড়া চবি অঙ্গনের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দিন রচিত তৃতীয় লিঙ্গের জীবনযাত্রা নিয়ে নির্মিত নাটক না-মরদের কাব্য।

অনুষ্ঠানের প্রথমদিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং চবি অঙ্গনের প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. আসলাম ভূঁইয়া, কলা ও মানববিদ্যা অনুষদের সাবেক ডিন ড. সেকান্দর চৌধুরী, সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন হোসাইন কবির এবং চবি অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা উপস্থিত থাকবেন।

সমাপনী ও দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজবিজ্ঞানী ও চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে কবি, সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন, চবি অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মাহবুব আলম, কবি সাংবাদিক ও কথাসাহিত্যিক বিশ্বজিৎ চৌধুরী প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *