ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রান্ত

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদাইন ডরিস করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই এ তথ্য জানিয়েছেন। ব্রিটেনে তিনিই প্রথম মন্ত্রী, যার করোনা পজিটিভ হয়েছে। করোনা পজিটভ হওয়ার পর থেকে তিনি সব রকম নিয়ম মেনে চলছেন এবং আইসোলেশনে আছেন।

যুক্তরাজ্যে ভাইরাসে আক্রান্ত হয়েছে মোট ৬জন। যার মধ্যে তিনিও একজন। এছাড়া একজন বাংলাদেশী বংশোদ্ভুত মারা গিয়েছে।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী নাদিন ডরিস মঙ্গলবার (১০ মার্চ) এমন রিপোর্টের সত্যতা নিশ্চিত করেছেন যে তিনি করোনভাইরাসে তার রিপোর্ট জন্য ইতিবাচক। তবে তিনি দু’দিন আগেই প্রধানমন্ত্রী বরিস জনসনের সরকারী বাসভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন।

বিবিসির খবরে বলা হয়েছে, রোববার আন্তর্জাতিক মহিলা দিবসে তিনি জনসনের বাসভবন, ১০ নাম্বার ডাউনিং স্ট্রিটে ছিলেন। সেখানে সেসময় অবস্থান করছিলেন কয়েক ডজন নির্বাচনী সদস্য এবং আইন প্রণেতা এবং পাশাপাশি স্বাস্থ্য ও সামাজিক বিভাগের সহকর্মীরাও।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *