ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সামসুল হক (৩৫) নামে এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) রাত দশটায় সদর উপজেলার জামালপুর ইউনিয়নের পারপুগী শিববাড়ী নামক এলাকার একটি আমবাগানের পাশে থেকে মুখমন্ডল রক্তাক্ত ক্ষত-বিক্ষত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়ছে।নিহত যুবক সামসুল হক পৌরসভাধীন কাজিবস্তি গ্রামের বাসিন্দা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ওসি তানভিরুল ইসলাম। তিনি বলেন, লাশ উদ্ধার করে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
Leave a Reply