শেখ হাসিনা সূচিত উন্নয়ন কর্মকান্ডকে সুসম্পন্ন করতে নৌকায় ভোট দিন: সুজন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূচিত উন্নয়ন কর্মকান্ডকে সুসম্পন্ন করতে আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে নৌকা মার্কায় ভোট দানের আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন।

তিনি আজ বুধবার (১১ মার্চ) সকালে উত্তর পতেঙ্গাস্থ মহাজন টাওয়ারে চট্টগ্রাম মহানগরীর আওতাধীন ইপিজেড, পতেঙ্গা থানা ও ৩৮, ৩৯, ৪০ এবং ৪১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকের এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য রাখেন।

এ সময় সুজন আরো বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা এবং দিকনির্দেশনায় অত্র অঞ্চলকে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল বিবেচিত করে ব্যাপক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। সরকারের আগামী দিনের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হবে অত্র এলাকাকে ঘিরেই।

সে লক্ষ্যে সরকারের অন্যতম মেগা প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে দ্রুততার সাথে। বিশেষ করে কর্ণফুলীর তলদেশে টানেল, আউটার সার্কুলার রোড এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ সম্পন্ন হলেই এই অঞ্চলটি চট্টগ্রামের শ্রেষ্ট আকর্ষনীয় স্থানে পরিনত হবে।

আর সে লক্ষ্যে আগামী ২৯ মার্চের নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী যদি জয়যুক্ত হয় তাহলে সে উন্নয়ন কর্মকান্ডগুলো আরো ত্বরান্বিত হবে। আমরা বিশ্বাস করি অত্র অঞ্চলের ভোটার এবং দলীয় নেতা কর্মীগণ খুবই সচেতন। অতীতেও অত্র অঞ্চলে আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে।

তাই আগামী ২৯ মার্চ পর্যন্ত দলীয় নেতা, কর্মী এবং সমর্থকবৃন্দকে অনুরোধ জানাবো যাতে সকল প্রকার কাজকর্ম উপেক্ষা করে প্রতিটি ভোটারদের ঘরে ঘরে গিয়ে নৌকা মার্কার জয়কে সুনিশ্চিত করে। সেই সাথে আগামী দুই তিন দিনের মধ্যে প্রতিটি ওয়ার্ডে নৌকা মার্কার নির্বাচন পরিচালনা কমিটি এবং ভোট কেন্দ্র ভিত্তিক কমিটিগুলোও সম্পন্ন করার জন্য নেতৃবৃন্দের নিকট আহবান জানান সুজন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য নূরুল আলম, রোটারিয়ান মোঃ ইলিয়াছ, উপদেষ্টা এনামুল হক চৌধুরী, ইপিজেড থানা আওয়ামী লীগের আহবায়ক হাজী হারুনুর রশীদ, পতেঙ্গা থানা আওয়ামী লীগের আহবায়ক আব্দুল হালিম, যুগ্ম-আহবায়ক এম.এন.ইসলাম, ৩৯নং ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুলতান মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক হাজী শফিউল আলম, ৩৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ হাসান, বন্দর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ কামরুল হোসেন প্রমূখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *