মিরপুরে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে এবারই প্রথম প্রতিপক্ষকে সব ম্যাচে হারাল টাইগাররা। এর আগে একমাত্র টেস্ট জয়ের পর তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও সফরকারী জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ।
‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। টাইগার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বলের সাথে পাল্লা দিয়ে রান তুলতেই হিমশিম খায় জিম্বাবুয়ে। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে দলীয় সংগ্রহ দাঁড়ায় ১১৯ রান।
দলের পক্ষে অর্ধ-শতক হাঁকান অভিজ্ঞ ওপেনার ব্রেন্ডন টেলর। ৪৮ বলের মোকাবেলায় ৫৯ রান করে অপরাজিত থাকেন তিনি, হাঁকিয়েছেন ৬টি চার ও ১টি ছক্কা। এছাড়া ৩৩ বলে ২৯ রান করে ক্রেইগ আরভিন।
বাংলাদেশের পক্ষে দুই পেসার আল-আমিন হোসেন ও মুস্তাফিজুর রহমান দুটি করে উইকেট শিকার করেন। এছাড়া একটি করে উইকেট পান আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দারুণ শুরু পায় দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে। নাইম শেখকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে লিটন দাস যোগ করেন ৭৭ রান। ১১তম ওভারে নাইম বিদায় নেন ৩৪ বলে ৩৩ রান করে।
তবে তাতে লিটনের দারুণ ব্যাটিং বাধাগ্রস্ত হয়নি। সৌম্য সরকারকে সঙ্গী করে দেখেশুনে খেলা লিটন পূর্ণ করেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি। শেষপর্যন্ত দলকে জিতিয়ে মাঠ ছাড়েন, ৯ উইকেট ও ২৫ বল হাতে রেখেই।
৮টি চার হাঁকানো লিটন ৬০ রান করে অপরাজিত থাকেন, মোকাবেলা করেছেন ৪৫ বল। তার সঙ্গী সৌম্য ১৬ বলে ২০ রান করে জয়ীর বেশে মাঠ ছাড়েন।
সংক্ষিপ্ত স্কোর
টস: বাংলাদেশ
জিম্বাবুয়ে ১১৯/৭ (২০ ওভার)
টেলর ৫৯*, আরভিন ২৯, রাজা ১২
আল-আমিন ২২/২, মুস্তাফিজ ২৫/২
বাংলাদেশ ১২০/১ (১৫.৫ ওভার)
লিটন ৬০*, নাইম ৩৩, সৌম্য ২০*
এমপফু ২৭/১
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী
সিরিজ: বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।
Leave a Reply