আবরার হত্যা : রুমমেট মিজান আটক

.jpg

বুয়েটের শেরেবাংলা হলে মেধাবি শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় তার রুমমেট মিজানকে আটক করেছে ডিবি দক্ষিণের গোয়েন্দা কর্মকর্তারা।

বৃহস্পতিবার বুয়েটের শেরেবাংলা হল থেকে তাকে আটক করা হয়। আবরারকে যে কক্ষে থাকতেন সেই ১০১১ কক্ষের বাসিন্দা মিজান। বুয়েটের ওয়াটার রির্সোসেস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৬তম ব্যাচের তৃতীয় বর্ষের ছাত্র মিজান।

গোয়েন্দা পুলিশের একাধিক কর্মকর্তা মিজানকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য মিজানকে ডিবি কার্যালয়ে নেয়া হবে। আবরার হত্যার ঘটনায় সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

হলটির শিক্ষার্থীরা জানায়, আবরারের মৃত্যুর পর দুইদিন রুমটি বন্ধ ছিল। বুধবার থেকে আবরারের বাকি রুমমেটরা সেখানে থাকতে শুরু করে। আজ দুপুরে ডিবি পুলিশ ওই রুমে গিয়ে মিজানকে তুলে নিয়ে যায়।

এর আগে বেলা ১১টার দিকে রাজধানীর সবুজবাগের এক আত্মীয়ের বাসা থেকে আটক করা হয় বুয়েট শাখা ছাত্রলীগের আইন বিষয়ক অমিত সাহাকে, যার রুমে আবরার ফাহাদকে হত্যা করা হয়েছিল।

গত রবিবার দিবাগত রাত তিনটার দিকে বুয়েটের শের-ই-বাংলা হলের একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়ির মাঝ থেকে আবরারের লাশ উদ্ধার করে পুলিশ।

ভারতের সঙ্গে সাম্প্রতিক কয়েকটি চুক্তি নিয়ে ফেসবুকে মন্তব্যের সূত্র ধরে শিবির সন্দেহে আবরারকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বুয়েট ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে পিটিয়ে হত্যা করে বলে হলের শিক্ষার্থীরা অভিযোগ করেন।

ওই ঘটনায় এখন পর্যন্ত ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে ১০ জনকে গত মঙ্গলবার আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে আন্দোলনে চালিয়ে যাচ্ছেন বুয়েট শিক্ষার্থীরা। ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত বুয়েট শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবারের মধ্যে দাবি না মানলে প্রত্যেক প্রশাসনিক ভবনে তালা ঝুলানোর হুঁশিয়ারি এসেছে শিক্ষার্থীদের কাছ থেকে। আগামীকাল দুপুর ২টার মধ্যে উপাচার্য নিজে এসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে বিভিন্ন দাবি না মানলে সোমবার থেকে অনুষ্ঠেয় ভর্তি পরীক্ষা হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *