২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রাম রাঙামাটি সড়কের কুণ্ডেশ্বরী চিকদাইর ইউনিয়নের বড়পোলের পাশে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার-টিটিসি”কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।
এ প্রকল্পের আওতায় গত ২০১৭ সালের ১০ অক্টোবর এ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী। নির্মাণের কাজ দ্রুতগতিতে চলায় ইতিমধ্যে শেষে পর্যায়ে বলে জানা যায়।
চট্টগ্রাম জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উপ-পরিচালক মোহাম্মদ জহিরুল আলম মজুমদার জানান, কারিগরি শিক্ষায় শিক্ষিত জনশক্তি বাড়ানোর জন্য দেশের বিভিন্ন উপজেলা ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করছে সরকার। এরমধ্যে রাউজান উপজেলায় একটি। প্রায় ৩০ কোটি টাকা বরাদ্দে দেড় একর জায়গায় নির্মিত হয়েছে এই ভবনটি।
এতে থাকবে- একাডেমিক ভবন, ডরমিটরি ভবন, অধ্যক্ষ ও সহকারী অধ্যক্ষের কোয়ার্টার, সাব-স্টেশন, পাম্পহাউস, গ্যারেজ ও সাইকেল শেড, আন্ডারগ্রাউন্ড, অ্যাপ্রোচ রোড, বাউন্ডারি ওয়াল, গার্ড শেড, সুইমিংপুল, ফায়ার স্টেশন, সোলার সিস্টেমসহ ইত্যাদি।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে বিদেশে চাহিদা আছে এমন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- টাইলস ফিক্সিং, রড বাইন্ডিং,শাটারিং, পাইপ ফিল্টারিং, ওয়েল্ডিং ও ফেব্রিকেশন, অটো মেকানিকস, প্যাটার্ন মেকিং, হাউস কিপিং, ইন্ডাস্ট্রিয়াল কারপেন্ট্রি, মিড লেভেল গার্মেন্ট সুপারভাইজিং,সুইং মেশিন অপারেটিং, ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স,রেফ্রিজারেশন ও এয়ারকন্ডিশনিং,সুইং মেশিনারি মেইনটেন্যান্স, ইকুইপমেন্ট অপারেটিং,মেকানিকসসহ ইত্যাদি।
চিকদাইর ইউনিয়নের চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী জানান,ভবনের নির্মাণকাজ শেষ হলে এলাকার ছেলে-মেয়েরা পড়ালেখা পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ নিয়ে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে ও বিদেশে চাকরি করার সুযোগ পাবে।
Leave a Reply