২৪ ঘন্টা ডট নিউজ। আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় পৃথক দুটি অগ্নিকাণ্ডে’র ঘটনায় পুড়ে গেছে ৫টি বসতঘর। উপজেলার চাতরী ও পরৈকোড়া ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিট ও রান্না ঘরের চুলা থেকে এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলো জানায়।
জানা যায়, আজ ১২ মার্চ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার সময় আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের কেয়াগড় গ্রামের পরিমল দত্তের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার আগে মৃত বঞ্জত্ত লাল দত্তের পুত্র পরিমল দত্ত, নির্মল দত্ত ও স্যামল দত্তের বসতঘর পুড়ে যায়।
এর আগে গতকাল বুধবার রাত সাড়ে ১২টার সময় উপজেলার পরৈকোড়া ইউনিয়নের মাহাতা পশ্চিম চৌধুরী বাড়িতে রান্না ঘরের চুলা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ওই বাড়ির নসু মিয়ার পুত্র মোহাম্মদ ফারুক চৌধুরী ও ব্যাংকার মোহাম্মদ ওমর ফয়েজ চৌধুরীর বসতঘর আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়।
পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনর্চাজ দুলাল মিত্র। তিনি বলেন, পৃথক দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৫টি বসতঘর পুড়ে গেছে।
Leave a Reply