উন্নয়ন ও উত্তম সেবাই আমার লক্ষ্য:রেজাউল করিম

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রেজাউল করিম বলেছেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়ায় জননেত্রী শেখ হাসিনার আন্দোলনে চট্টগ্রামের একজন সৈনিক।

চট্টগ্রামের উন্নয়ন সারা বাংলার উন্নয়নের অন্যতম শর্ত। জাতীয় অর্থনীতির সিংহদ্বার আমাদের চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক সেবার জন্য আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা আমাকে সিটি মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। ভোটের মালিক জনগন। আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের মতামত নিয়ে কাজ করব। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রামকে আরো সমৃদ্ধতর মহানগর হিসেবে গড়ে তুলব। এ জন্য আমি আপনাদের ভোট ও দোয়া চাইছি।

বৃহস্পতিবার (১২ মার্চ) ১০ নং কাট্টলী ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

গণসংযোগকালে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মো. সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর আওয়ামী লীগ নেতা মো. ঈছা, জামশেদুল আলম চৌধুরী, দক্ষিন জেলা আওয়ামী লীগ নেতা শওকত ওসমান জাহাঙ্গীর, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নেছার আহমেদ মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো. ইকবাল, গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান প্রমূখ।

এছাড়াও স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *