রাউজানে মোটর সাইকেলের সাথে চাঁদের গাড়ীর সংঘর্ষ : মধ্যপ্রাচ্য প্রবাসীর মৃত্যু

রাউজানে সড়ক দুর্ঘটনা

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামের রাউজানে মোটরসাইকেলের সাথে চাঁদের গাড়ীর (জীপ) মুখোমুখি সংঘর্ষে বাবর প্রকাশ বাবু (২৭) নামের এক প্রবাসী নিহত হয়েছে।

আজ ১২ মার্চ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার হলদিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাস্টারবাড়ী কবরস্থান সংলগ্ন এলাকায় এই দুঘটনাটি ঘটে।

নিহত বাবু ফটিকছড়ি উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের মোঃ রফিক আহমদের পুত্র। এই দুর্ঘটনায় একই এলাকার মো. নোয়া মিয়ার পুত্র মো. ইমরানও গুরুতর আহত হয়।রাউজানে

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ইয়াছিন শাহ সড়কে ফটিকছড়িমুখী মোটরসাইকেল (চট্টমেট্রা ১১-১০৯৩) রাউজানমুখী একটি চাঁদের গাড়ীর সাথে মাস্টারবাড়ি এলাকা অতিক্রমকালে মুখোমুখি সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ও অপর আরোহী গুরুতর আহত হয়। আরো খবর : রাউজানে সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহীর মৃত্যু

পরে স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে উপাজেলার গহিরা ইউনিয়নের জে কে মেমোরিয়ার হাসাপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। সেখানে খবর পেয়ে নিহত বাবুর স্বজনরা ছুটে আসলে তাদের গগণবিদারী আহাজারিতে হাসপাতাল এলাকায় হৃদয় বিদারক দৃশ্যের অবতাড়না হয়।

নিহত বাবুর পরিবার সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্য প্রবাসী বাবু পরিবারে দুই ভাই এক বোনের মধ্যে সবার কনিষ্ট। বিগত দুইমাস পূর্বে মধ্যপ্রাচ্য থেকে সে দেশে আসে।

রাউজান থানার সেকেন্ড অফিসার আমজান হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *