সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে কাভার্ডভ্যান ও মিনিবাসের সংঘর্ষে একজন নিহত ও আহত হয়েছে দুইজন।
আজ শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে আটটার সময় উপজেলার পৌরসভাস্থ পন্হিছিলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম মোঃ রাসেল (৪২)। তার বাড়ি বারৈয়ারহাটস্থ হেদায়নগর গ্রামে। সে ৮ নং মিনিবাসের হেলপার। আহত হয় উক্ত বাসের ড্রাইভার ও সেলিনা বেগম (৪০) নামের এক বাস যাত্রী। সে পন্হিছিলার মোঃ আলমের স্ত্রী।
জানাজায়, রাস্তার পাশে দাঁড়িয়ে ৮ নং মিনিবাসটি যাত্রী নামানোর সময় চট্টগ্রামমুখী একটি কাভার্ডভ্যান পিছন থেকে বাসটিকে ধাক্কা দেয়। এসময় মিনিবাসের হেলপার রাসেল ঘটনাস্থলে নিহত হয়। ড্রাইভারসহ আহত হয় এক মহিলা যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ইন্টেলিজেন্স সুমন বনিক। পুলিশ কাভার্ডভ্যান ও মিনিবাসটি আটক করেছে। কাভার্ডভ্যানের চালক পালাতক রয়েছে।
Leave a Reply