আবুধাবিতে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

আরব আমিরাত প্রতিনিধি : প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন ও বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচির আওতায় আবুধাবির সামাজিক সংগঠন Abu Dhabi Kasrottar এর সহযোগিতায় শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় বিকাল পাঁচ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

আবুধাবির মদীনা জায়েদ লুলু হাইপার মলের সামনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছেন প্রবাসীরা।

পূর্ব ঘোষিত এ রক্ত দান কর্মসূচির আওতায় আমিরাতের বিভিন্ন জায়গার হতে সংগঠনের কর্মী সদস্যরা ছাড়াও বিভিন্ন পেশার দেশীয় প্রবাসীসহ ইন্ডিয়ান, পাকিস্তানিরাও এ রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এবং বিপুলসংখ্যক প্রবাসী স্বেচ্ছায় রক্ত দান করেন।

বিপুলসংখ্যক প্রবাসীদের এমন স্বতঃস্ফূর্ত স্বেচ্ছায় রক্তদানে অংশগ্রহণ এটাই প্রথম বলে দাবি করেন প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি বিশিষ্ট সংগঠক এস এম রফিকুল ইসলাম।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিকে সফল করার জন্য প্রজন্ম বঙ্গবন্ধু আমিরাত কেন্দ্রীয় কমিটির সকল নেতা-কর্মীকে এবং যারা রক্ত দিয়েছেন তাদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানান সংগঠনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ও আবুধাবির জায়েদ ভার্সিটির অধ্যাপক ডঃ রায়হান জামিল, উপদেষ্টা পরিষদের সদস্য আবুধাবিস্হ বাংলাদেশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মীর আনিসুল হাসান, উপদেষ্টা পরিষদের সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন প্রমুখ।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *