চন্দনাইশে মিনিবাস ও মোটর সাইকেলের সংঘর্ষে বাবুর্চির মৃত্যু

চন্দনাইশে সড়ক দুর্ঘটনা বাবুর্চির মৃত্যু

২৪ ঘন্টা ডট নিউজ। চট্টগ্রাম ডেস্ক : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশে মিনিবাস ও মোটর সাইকেলের সংঘর্ষে নিহত হয়েছেন নুরুল ইসলাম প্রকাশ একরাম (৫০) নামে এক হোটেল বাবুর্চি।

আজ ১৪ মার্চ শনিবার ভোর ৬টার দিকে উপজেলার গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল ইসলাম উপজেলার মধ্যম গাছবাড়িয়া পক্ষী মার্কা এলাকার আবু তালেব মুন্সী বাড়ির মৃত আবদুল আজীমের ছেলে এবং পেশায় তিনি একজন বাবুর্চি বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরে চট্টগ্রাম শহরমুখী একটি মিনিবাস গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেলের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

মোটরসাইকেলটি বাঁচানোর চেষ্টা করলে মিনিবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পার্শ্ববর্তী গাছবাড়িয়া ফিলিং স্টেশন এলাকায় ঢুকে পড়ে। এসময় সড়কের পাশ দিয়ে হেঁটে নিজের কর্মস্থলে যাওয়ার পথে হোটেল বাবুর্চি নুরুল ইসলামকে সজোরে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

সড়ক দুর্ঘটনায় নিহতের তথ্যটি নিশ্চিত করেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছির আরাফাত। তিনি বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে বাবুর্চি নুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে চমেক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।

তাছাড়া দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেলটি জব্দ করে থানায় নেয়া হয়েছে জানিয়ে এ পুলিশ কর্মকর্তা বলেন, বাসের সাথে ধাক্কা লেগে ২ মোটরসাইকেল আরোহী আহত হলেও তারা ঘটনার পর পর মোটরসাইকেলটি ফেলে চলে যাওয়ায় তাদের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

২৪ ঘন্টা/ আরএসপি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *