২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : রাউজানের বাগোয়ান ইউনিয়নের গশ্চি গ্রামে অগ্নিকান্ডের ঘটনায় চার বসতঘর পুড়ে দুই লাখ টাকার ক্ষতি হযেছে।
আজ শনিবার ১৪ মার্চ সকাল সাড়ে নয়টার দিকে ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ডিআইবি আহম্মদ হোসেনের বাড়িতে এই ঘটনাটি ঘটে।
স্থানীয় যুবক মো. টিপু সুলতান বলেন, আবদুল গণির রান্না ঘরের চুলা থেকে আগুণের সূত্রপাত ঘটে তার বসতঘর সম্পূর্ন ভষ্মীভূত হয়। এ সময় আগুণের লেলিহান শিখা পাশ্ববর্তী ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের দমকল বাহিণী ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণের আগে মৃত মনিরুল ইসলাম, মোঃ সিদ্দিক, মোঃ নুরুল আমিন, মোঃ ইদ্রিসের ঘর পুড়ে গিয়ে দুই লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ পরিবার সূত্রে জানা যায়।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
২৪ ঘন্টা/নেজাম উদ্দিন/আর এস পি..
Leave a Reply