কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অভয়ারণ্যে দায়িত্ব পেলেন সাজ্জাদ-সিফাত

কুবি প্রতিনিধি: প্রাকৃতিক বৈচিত্র সংরক্ষণে নিবেদিত পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৪মার্চ) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একাদশ আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ বাসার কে সভাপতি ও আইন বিভাগের একাদশ আবর্তনের শিক্ষার্থী সাফায়িত সিফাতকে সাধারণ সম্পাদক করে ১৪ সদস্যের কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি রিজওয়ান কবির ও সাধারণ সম্পাদক আকরাম হোসেন।

কমিটিতে দায়িত্ব প্রাপ্ত অন্যান্যরা হলেন- সহসভাপতি পদে বাংলা বিভাগের মাহবুবা আক্তার, ফরহাদুর রহমান (এম সিজে), ইশতিয়াক আহমেদ (নৃবিজ্ঞান), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহন চক্রবর্তী (নৃবিজ্ঞান), সামিয়া হক রিভা (আইন), সাংগঠনিক সম্পাদক মারুফ আহমেদ (লোক প্রশাসন), সানজিদা ঋতু (এমসিজে), তমাল ভূইয়া (এমসিজে), অর্থ সম্পাদক পদে আবদুল্লাহ্ আল সিফাত (আইন), দপ্তর সম্পাদক পদে আরাফাত রাফি (বাংলা), প্রচার সম্পাদক পদে সুমাইয়া তাবাসসুম (নৃবিজ্ঞান) এবং উপ-প্রচার সম্পাদক পদে শাহ সামিন সাদি (অর্থনীতি)।

উল্লেখ্য, ঘোষিত কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *