ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে পুলিশের সচেতনামূলক প্রচারণা

গৌতম চন্দ্র বর্মন,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে ছাত্রীদের মাঝে করোনা ভাইরাসসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক প্রচারণা করেছে ঠাকুরগাঁও সদর থানার ওসি।

এরই অংশ হিসাবে আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে ঠাকুরগাঁও সদর থানা ওসি তানভিরুল ইসলাম, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের ছাত্রীদের সাথে করোনা ভাইরাস, ইভটিজিং, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণা, বিকাশ প্রতারণা, বাল্যবিবাহ, চুরি, জঙ্গীবাদ, মাদক, আত্মহত্যা, রাস্তা পারাপারসহ বিভিন্ন বিষয়ের কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের আইন-কানুন এর প্রতিকার ও তাদের করনীয় সম্পর্কে অবহিত করেন। বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আবু বকর ছিদ্দিক, সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক তাজুল ইসলাম, সদর থানার প্রবেশনার সাব ইন্সপেক্টর আফরিনা খাতুনসহ কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *