কুবির কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নেই বিশুদ্ধ পানির সু-ব্যবস্থা

তাসফিক আব্দুল্লাহ চৌধুরী, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় ১৪ বছর পার হলেও কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় বিশুদ্ধ পানির সরবরাহ করার ব্যবস্থা গ্রহন করেনি ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ বা কুবি প্রশাসন। অস্বাস্থ্যকর পরিবেশে শিক্ষার্থীদের পানির চাহিদা পূরন করে চলেছে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া।

প্রতিদিন কয়েক হাজার শিক্ষার্থী এই পানি পান করছে। যার ফলে পানি বাহিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভবনাও বাড়ছে প্রতিদিন।

সরেজমিনে দেখা যায়, পানি বিশুদ্ধ করনের কোন ব্যবস্থা গ্রহন করেনি ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষ। সাধারণ পানির লাইন থেকে পানির চাহিদা পূরন করছে। পানিতে আয়রনের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে। পানি পরিবেশনের বোতল গুলোও অনেক দিনের পুরাতন। তাছাড়া যে জায়গায় পানি বোতলজাত করা হয় সেই জায়গাটিও নোংরা। টিস্যু, ময়লার বাক্স, স্যাতঁসেঁতে অবস্থার ছাড়াছড়ি। পানি সংরক্ষণ করে রাখার ট্যাঙ্কটির চারপাশে শেওলা জমে নোংরা পরিবেশ সৃষ্টি করেছে।

কুবির ইংরেজি বিভাগের ১২ তম ব্যাচের শিক্ষার্থী আসিফ আফ্রিদি রিয়াদ বলেন,’ ক্যাফেটেরিয়ার পানি পান করতে বিব্রতবোধ করি।অস্বাস্থ্যকর পরিবেশে পানি সরবরাহ করা। অন্য উপায় না থাকলে তখনই এই পানি পান করি। এই পানি পানে স্বাস্থ্য ঝুঁকির সম্ভাবনা আছে।’

এই বিষয়ে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিচালক মান্নু মজুমদার বলেন, ‘পানিতে আয়রনের পরিমান বেশি। তাছাড়া প্রশাসন থেকে আমাকে পানির ফিল্টার দিবে বলে জানিয়েছিল যখন আমি দায়িত্ব নিচ্ছিলাম। যেহেতু প্রশাসন থেকে এখনও দেয় নি সেহেতু আমি দায়িত্ব নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে পানির ফিল্টার বসানোর ব্যবস্থা করব।’

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *