বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)’র মেধাবী ছাত্র আবরার ফাহাদ এর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে নীলফামারীর সৈয়দপুর উপজেলা ও পৌর ছাত্রদল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত করেছে।
১০ অক্টোবর বিকালে শহরের শহীদ ডাঃ জিকরুল হক রোডস্থ সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বিএনপি কার্যালয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন সৈয়দপুর ও কিশোরগঞ্জ রাজনৈতিক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবু ও সাংগঠনিক সম্পাদক আরমান, উপজেলা ছাত্রদলের সভাপতি কবির চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক মুহিদ চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রাহমান, সহ সাধারণ সম্পাদক জিসান, প্রচার সম্পাদক আবু সাঈদ, পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক জাবেদ খান রুবেল, সহ সাধারণ সম্পাদক আকাশ, প্রচার সম্পাদক আলী সহ আরও অনেকে।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন উপরোক্ত নেতৃবৃন্দ সহ সৈয়দপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ন আহ্বায়ক সামসুল আলম, সদস্য আবদুল খালেক ও শেখ বাবলু বেং জেলা সেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন।
বক্তারা বলেন, দেশ বিরোধী চুক্তির প্রতিবাদে সোস্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়ায় দেশের সর্বোচ্চ বিদ্যাপিঠের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে ছাত্রলীগের সন্ত্রাসীরা। এর দ্রুত বিচার দাবি করছি। দৃষ্টান্তমূলক বিচার করা না হলে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।
Leave a Reply