সবার সহযোগীতায় তিন অবুঝ শিশু ফিরে পেতে পারে পিতার স্নেহ

রাউজানের বিশিষ্ট আলেমে দ্বীন রাউজান উপজেলা ইসলামী ফাউন্ডেশনের শিক্ষক মাওলানা মুহাম্মদ এটিএম আলমগীর হোসেন গত এক সপ্তাহ আগে জরুরী কাজে চট্টগ্রাম যাওয়ার সময় রাউজান রাঙ্গামাটি রোড়ে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে মারাত্বক ভাবে আহত হয়ে বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। দুর্ঘটনার পর এক সপ্তাহ অতিক্রর হয়ে গেলেও এখনো তার জ্ঞান ফিরেনি।

চমেকের ডাক্তার বলছেন, বর্তমান তাঁর অবস্থা গুরুতর দ্রুত আইসিইউতে স্থানান্তর করতে হবে। এছাড়া উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শও দিয়েছেন কর্তব্যরত ডাক্তার।

শয্যাসায়ী আলেমের অবুঝ তিন শিশুর কি হবে, পিতার সোহাগের তিন সন্তান স্ত্রী নিয়ে কোন মতে চলত তাদের ছোট্ট পরিবার।

আলেমের স্ত্রীর আহাজারীতে হাসপাতালের লোকজনের চোখে অশ্রু ধরে রাখা সম্ভব হচ্ছেনা। তিনি মহান রাব্বুল আলামীনের দরবারে প্রতিনিয়ত প্রার্থনা করছেন, “হে আল্লাহ আমার স্বামী তোমার রাসুলের বাগানের ফুল ছোট শিশুদের তোমার কালিমা শিক্ষাদিত, আজ তাকে তুমি এমন পরিক্ষার সম্মুখীন কেন করলে- আমরা কোথায় যাব কেউ নেই আমার স্বামীর এমন মর্মান্তিক যন্ত্রনাময় সময়ে সহযোগীতার হাত বাড়াতে।’

রাউজানসহ বৃহত্তর চট্টগ্রামবাসীর কাছে আলেমের সুস্থতার জন্য দোয়া এবং চিকিৎসার জন্য সহোযোগীতা চেয়েছেন তার পরিবার।

মাওলানা আলমগীর বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলার ২৮ নং ওয়ার্ডর ১৭ নং বেডে শয্যাশায়ী।

সহযোগীতার জন্য যোগাযোগ : মাওলানা মুহাম্মদ দিদারুল আলম :01815-710882; মুহাম্মদ ইকবাল হোসেন : 01812-592361

 

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *