২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : মেয়ের বিয়ের জন্য ঘরের আলমিরায় নগদ দেড় লক্ষ টাকা রেখেছিলেন চট্টগ্রামের রাউজান উপজেলা উরকিরচর আবুরখীল গ্রামের আলী মিয়া দফাদার বাড়ির মোঃ লোকমান।
আজ ১৬ মার্চ রবিবার ভোরে তার জমানো সব টাকা পুঁড়িয়ে ছাঁই করে দিয়েছে নিষ্ঠুর আগুন। শুধু টাকা নয়, আগুনের লেলিহান শিখায় ভস্মিভূত হয়েছে তার মাঁথা গোঁজার ঠাঁইটুকুও। মেয়ের বিয়ের জন্য জমানো টাকাগুলো পুড়ে যাওয়ায় চোখেমুখে এখন অন্ধকার দেখছেন মো. লোকমান।
অন্যদিকে একই আগুনের ঘটনায় নাজিম উদ্দীন চৌকিদারের নগদ ২ লক্ষ টাকা,৪ ভরি স্বর্ণালংকারসহ ঘরের আরো বেশকিছু মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া আগুণে একটি রাইসমিলও সম্পূর্ণ পুড়েে গেছে।
আজ ১৬ মার্চ রবিবার ভোরে উপজেলার ১২ নং উরকিরচর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের আবুরখীল গ্রামের আলী মিয়া দফাদারের বাড়িতে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনাটি।
স্থানীয় প্রত্যক্ষদর্শী লোকজন জানান, ভোর আনুমানিক চারটার দিকে নাজিম উদ্দিন চৌকিদার ও মোঃ লোকমান আগুণের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুণ নেভাতে ঝাঁপিয়ে পড়ে।
পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে এসে আগুণ নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে নাজিম উদ্দিন চৌকিদার ও মোঃ লোকমানের বসত ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনায় উভয় পরিবারের ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে জানালেন স্থানীয়রা। তবে আগুণের সূত্রপাত সম্পর্কে কেউ নিশ্চিত করে বলতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য অমিত বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আগুণের সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। পরে চেয়ারম্যানের পক্ষ থেকে ইউপি সচিব ও মহিলা মেম্বারসহ নগদ অর্থ, চাউল ও প্রয়োজনীয় কিছু জিনিষপত্র ক্ষতিগ্রস্থ পরিবার সমূহকে প্রদান করেছি।
উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়্যদ আব্দুল জব্বার সোহেল ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, অগ্নিকান্ডের ঘটনার সংবাদ পেয়ে আমি তাৎক্ষনিকভাবে ক্ষতিগ্রস্থ পরিবারসমূহের মাঝে নগদ অর্থ, বস্ত্র, চাউলসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী প্রদান করেছি।
২৪ ঘন্টা/ নেজাম রানা/ আর এস পি…
Leave a Reply