বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের কারণে ১৮ মার্চ থেকে দুই এপ্রিল পর্যন্ত সিনেমা হল বন্ধের ঘোষণা দিয়েছে প্রদর্শক সমিতি ও প্রযোজক সমিতি।
হল মালিক সমিতির সভাপতি কাজী শোয়েব রশিদের জানান, করোনার কারণে হল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনেমা হলে দর্শক যাচ্ছে না। বিশেষ করে সিনেপ্লেক্সগুলোতে জনসমাগম বেশি হয়। এছাড়া অন্যান্য হল ফাঁকাই থাকে। তারপরও করোনা আতঙ্কে হল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এই সময়ের মধ্যে করোনা পরিস্থিতি স্বাভাবিক না হলে হল বন্ধ রাখার সিদ্ধান্ত বাড়তে পারে বলেও জানান তিনি।
প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন: শুধু বাংলাদেশের সকল সিঙ্গেল স্ক্রিনই নয়, ঢাকা ও ঢাকার বাইরে যতো মাল্টিপ্লেক্স আছে সেগুলো ও আমাদের এই সিদ্ধান্তের (সিনেমা হল বন্ধ ঘোষণা) আওতাভুক্ত। তারপরেও যদি কেউ সিনেমা হল চালু রাখেন এবং সেখান থেকে করোনা ভাইরাস ছড়ায় তার দায় আমরা নেব না।
Leave a Reply