করোনাভাইরাসঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে শাটল ট্রেনও

২৪ ঘন্টা ডট নিউজ। চবি প্রতিনিধি : বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় ও সংক্রমণ মোকাবিলায় ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

একই সঙ্গে বন্ধ থাকবে আবাসিক হলগুলো এবং বৃহস্পতিবার (১৯মার্চ) থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র বাহন শাটল ট্রেন বন্ধ থাকবে বলেও জানানো হয়েছে।

সোমবার (১৬মার্চ) বিকেল ৪টায় (৫২৪ তম) জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান।

প্রক্টর মনিরুল বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করার কারনে উদ্বুদ্ধ পরিস্থিতি বিবেচনা করে ওই সভার সিন্ডিকেট মোতাবেক বিশ্ববিদ্যালয়ের সব ধরনের ক্লাস,পরীক্ষা ও আবাসিক ছাত্রাবাস হলসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে।

আগামী বুধবার (১৮মার্চ) দুপুর দুইটার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ত্যাগ করতে হবে। আগামী রোববার (২৯ মার্চ) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিস সমূহ বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কেউ হলে থাকতে পারবে না।

এদিকে বিশ্ববিদ্যালয় বন্ধ ও হল ত্যাগের বিষয়কে সাধুবাদ জানিয়ে এ এফ রহমান হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ রায়হান ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, কর্তৃপক্ষ অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছে। কারণ শাটল ট্রেনের পরই কিন্তু হলের ডাইনিংয়ে সবচেয়ে বেশি জনসমাগম হয়। এ ক্ষেত্রে ভাইরাস সংক্রমণের ঝুঁকি অনেক বেশি থাকে।

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষার্থী অনামিকা সরকার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, আমি রোজ শাটল ট্রেনে করে ক্যাম্পাসে যায়। ট্রেনে অনেক জনসমাগম হওয়াতে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা বেশি থাকে। বিশ্ববিদ্যালয় বন্ধ হওয়াতে এই ঝুঁকি আর নিতে হবে না।

২৪ ঘন্টা/ মেহেদি হাসান/আর এস পি..

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *