করোনা: লন্ডন ভ্রমনে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে লন্ডনে মৃত্যু হয়েছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাবেক নেতা মাহমুদুর রহমানের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে তৃতীয় বাংলাদেশি মারা গেলেন।

জানা গেছে, কয়েক মাস আগে তার ব্রিটেন প্রবাসী নাতনির বিয়েতে যোগ দিতে লন্ডনে এসেছিলেন মাহমুদুর রহমান।

যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত সমুদ্র ভ্রমণেও গিয়েছিলেন তিনি। পিকনিক থেকে ফেরার পরপরই ব্রেইন স্টোক করে হাসপাতালে ভর্তি হন মাহমুদুর রহমান। এর মধ্যেই করোনাভাইরাসে আক্রান্ত হন।

গতকাল সোমবার লন্ডনের একটি হাসপাতালে মৃত্যু হয় তার।

লন্ডনে তার এক ছেলে বসবাস করছেন। আরেক ছেলে বাংলাদেশে। এ আওয়ামী লীগ নেতা মাহমুদ ট্রাভেলসের স্বত্বাধিকারী ছিলেন। যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত তিনজন বাংলাদেশির মুত্যু হলো।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *