রাউজানে বঙ্গবন্ধুর একশ’টি ম্যুরাল উদ্বোধন করলেন সাংসদ ফজলে করিম

রাউজান প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাউজানে বঙ্গবন্ধুর একশ’টি ম্যুরাল উদ্বোধন, উপজেলার ৭শ’ মসজিদ-এতিমখানায় খতমে কোরআন,দোয়া মাহফিল,খাবার বিতরণ বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে রাউজান উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজিত এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার জোনায়েদ কবির সোহাগের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দর চৌধুরী বাবুল,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব,সি.সহ সভাপতি আনোয়ারুল ইসলাম,সাধারণ সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দীন,ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, থানার ওসি কেপায়েত উল্লাহ্,।

উপস্থিত ছিলেন রাউজান উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কাজী ইকবাল,রাউজান পৌর প্যানেল মেয়র বশির উদ্দিন খাঁন, রাউজান পৌর ২য় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দও ইউপি চেয়ারম্যানবৃন্দরা।

এছাড়াও বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে চট্টগ্রাম -রাঙ্গামাটি মোটর মালিক সমিতির সৌজন্য রাঙ্গামাটি সড়কে যাত্রীদের জন্য ফ্রি বাস সার্ভিস দেয়া হয়।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *