ঠাকুরগাঁওয়ে জমি দখল নিতে অগ্নিসংযোগ বাধা দিতে গিয়ে নারীসহ আহত ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি: বসতভিটার জমি দখল নিতে বাড়ীতে আগুন দিয়ে বাড়ী ঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। এদিকে নিজের বাড়ীর আগুন নেভানোর সময় প্রতিপক্ষের লোকজনের বাধা ও মারপিটে গুরুতর আহত হয়েছেন নারীরসহ ৫ জন। আহতরা বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউনিয়নের মাছখুড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌছানোর পূর্বেই তিনটি বাড়ী আগুনে পুড়ে ভুস্মিভুত হয়ে প্রায় দুই লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে। আহতরা হলেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক আব্দুল জব্বার (২৭), তার ভাই দেলোয়ার হোসেন (২৫) ও দুই জনের বাবা আব্দুর রহিম (৫৫), বোন ফাতেমা আক্তার (১৮) এবং আব্দুর রহিমের স্ত্রী তাজমীন আক্তার (৪৮)।

জমির মালিক আব্দুল জব্বার জানান, বসতভিটার জমির পজিশন নিয়ে একই এলাকার ইসলাম উদ্দীনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি মীমাংসা করে দিলেও মঙ্গলবার সকালে আমিসহ আমার পরিবারকে উচ্ছেদ করতে আসে প্রতিপক্ষের লোকজন। বাড়ীতে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দিলে আমরা সকলে আগুন নেভানোর চেষ্টা করি। এ সময় ইসলাম উদ্দীন, তার ভাই দবিরুল ইসলাম ভাতিজা সাদেকুল ইসলাম প্রায় ২০/২৫ জনের একটি দল আমাদেরকে বাধা দিলে সংঘর্ষ বাধে। তাদের লোক জনের মারপিটে আমরা ৫ জন আহত হয়ে বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছি।

এ ঘটনায় মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলে উল্লেখ করে আব্দুল জব্বারের বাবা আব্দুর রহিম বলেন,আমার ছেলের শেষ সম্বল বসত ভিটার জমি। টাকা ও ক্ষমতার জোড়ে আমাদের উচ্ছেদ করতে ইসলাম উদ্দীন দীর্ঘদিন ধরে উঠেপড়ে লেগেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।প্রতিপক্ষ ইসলাম উদ্দীনের লোকজনের দাবি জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ। মঙ্গলবার আমরা জব্বারের অবৈধ বেড়া ভাঙ্গতে গেলে সংঘর্ষ বাধে। এতে আমাদের ২ জন লোক আহত হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। তার বাড়ীতে কেউ আগুন দিতে যায়নি।

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান, জমি নিয়ে বিরোধে কেউ কারো বাড়ীতে আগুন দিবে, এটি মোটেও কাম্য নয়। বিষয়টি পুলিশকে বলা হয়েছে তদন্ত করে দেখার জন্য।

বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ হাবিবুল হক প্রধান জানান, ঘটনার বিষয়ে শুনেছি। দুপক্ষের কেউ বিকাল পর্যন্ত কোন অভিযোগ থানায়
দেয়নি। অভিযোগ পেলে পুলিশ ঘটনা তদন্ত করবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *