সীতাকুণ্ড প্রতিনিধি : সীতাকুণ্ডে বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজনে কেক কেটে উদযাপন করা হয়েছে স্বাধীনতার মহান স্থপতি,হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ।
এ উপলক্ষে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সীতাকুণ্ড প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায়। প্রেসক্লাব সভাপতি সৌমিত্র চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ ফিরোজ হোসেন মোল্লা, উপজেলা সমাজ সেবা অফিসার লুৎফুর নেছা বেগম, পৌরসভা দোকান মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন,সীতাকুণ্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি এম হেদায়েত উল্লাহ,এম সেকান্দর হোসাইন ও সহ-সাধারণ সম্পাদক নাছির উদ্দিন অনিক।
উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সহ-সভাপতি জহিরুল ইসলাম,সাবেক সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,বর্তমান সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল ফারুক,অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল,ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মোঃ আবুল খায়ের, জাহেদুল আনোয়ার চৌধুরীসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।
এদিন সকাল ৯টায় সীতাকুণ্ড উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পন ও আলোচনা সভাসহ বিভিন্ন কার্যক্রম গ্রহন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, দিদারুল আলম এমপি।
উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রাণী সাহা,উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া,পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা বদিউল আলমসহ অন্যান্যরা।
অপরদিকে একই দিন সন্ধায় সীতাকুণ্ড মডেল থানার উদ্যোগে শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে কেক কেটে ও আলোচনা সভার মধ্যদিয়ে জন্ম শতবর্ষ উদযাপন করা হয়েছে।
Leave a Reply