২৪ ঘন্টা ডট নিউজ। নিজস্ব প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা কাপ্তাই রাস্তার মাথা এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সুত্রপাত হওয়া আগুনে পুড়ল ১৭টি স্থাপনা।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে মঙ্গলবার মধ্যরাত ৩টার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে কালুরঘাট ও বায়েজিদ ফায়ার স্টেশনের পাঁচটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় সোয়া দুই ঘণ্টার চেষ্টায় আজ ১৮ মার্চ বুধবার ভোর পৌনে ৬টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মকর্তা অতীশ চাকমা অগ্নিকাণ্ডের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
তবে বৈদ্যুতিক গোলযোগ থেকে সৃষ্ঠ আগুন নিয়ন্ত্রণে আনার আগে ৫টি দোকান ও ১২টি গুদাম পুড়ে ৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। পুড়ে যাওয়া ১২টি গুদামে বিভিন্ন মালামাল মজুদ ছিলো বলেও তিনি জানান।
২৪ ঘন্টা/আর এস পি…
Leave a Reply