পারিবারিক কলহের জের! রাউজানে তিন সন্তানের জননীর আত্মহত্যা

তিন সন্তানের জননীর আত্মহত্যা

২৪ ঘন্টা ডট নিউজ। রাউজান প্রতিনিধি : চট্টগ্রামে রাউজানে রুবি আকতার (২৬) নামের তিন সন্তানেন জননী শয়নকক্ষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার কদলপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মধ্যম কদলপুর এলাকার মালেক চৌকিদার বাড়ীতে এই ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, দলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বদিউল আলমের ছেলে আলমগীরের সাথে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা শান্তির হাট এলাকার তৌহিদুল হকের মেয়ে রুবি আকতারের সাথে প্রেমঘটিত সম্পর্ক গড়ে উঠে। পরে উভয় পরিবারের সন্মতিতে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের কোল আলোকিত করে এক পুত্র ও দুই কন্যা সন্তান জন্ম নেয়।

গৃহবধু রুবি আকতারের মা সাংবাদিকদের বলেন, মেয়ের জামাতা আলমগীর প্রবাসে থাকেন। সে অন্য এক নারীর সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। সম্প্রতি আলমগীর দেশে এসে ১০ দিন অবস্থান করে যে মেয়েটির সাথে সম্পর্ক ছিল ঢাকায় গিয়ে তার সাথে দেখা করে গত ২২ ফেব্রুয়ারি আবার প্রবাস জীবনে ছুটে যান।

পরে মেয়েটির সাথে সম্পর্কের কথা আলমগীর স্ত্রীর কাছে স্বীকার করেছিল। বিষয়টি নিয়ে রুবি আকতারের সাথে তার স্বামীর কলহ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে শ্বশুরির সাথেও বাকবিতন্ডা হয়েছিল আলমগীরের।

নিহতের শ্বাশুরী নিলু আকতার বলেন, দাম্পত্য জীবনে নিঃসন্তান থাকায় আলমগীরকে তিনি দত্তক নেন। পরে আমাদের দুরসম্পর্কের এক আত্মীয় তৌহিদুল হকের মেয়ে রুবি আকতারের সাথে আলমগীরের সম্পর্ক হয়। বিষয়টি আমরা মেনে নিয়ে পারিবারিকভাবে ঘটা করে বিয়ের আয়োজনও সম্পন্ন করা হয়। তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কি বিষয়ে মনোমালিন্য হয়েছে আমরা জানিনা। রাগ করে ৭ মাস বয়সী কন্যাকে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। পরে দেখি লাশ ঝুলছে।

বিষয়টি সবাইকে জানালে, স্থানীয় লোজজন ও ইউপি মেম্বার ছুটে এসে পুলিশের উপস্থিতিতে দরজা ভেঙ্গে লাশ উদ্ধার করা হয়।

ঘটনাস্থলে থাকা রাউজান থানার উপ পরিদর্শক (এস আই) টুটুন মজুমদার ২৪ ঘন্টা ডট নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমরা লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যার বলে ধারণা করা হচ্ছে।

২৪ ঘন্টা/নেজাম রানা/আর এস পি

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *