জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষের সঙ্গে সামঞ্জস্য রেখে জাপানে বাংলাদেশের প্রথম উড়াল মেট্রো ট্রেনের ‘ফ্যাক্টরি ট্রায়াল রান’ শুরু হয়েছে।
৬টি কোচ সম্বলিত মেট্রো ট্রেনটি স্টেইনলেস স্টীলের তৈরী এবং এতে জাতীয় পতাকার লাল-সবুজ রঙের প্রাধান্য রয়েছে।
ট্রেনটির সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা ২৩০৮ জন। সকল ধরণের ফ্যাক্টরি টেস্ট সম্পন্ন হওয়ার পর আগামি ১৫ জুন ২০২০ তারিখ প্রথম মেট্রো ট্রেনটি বাংলাদেশে পৌঁছার জন্য নির্ধারিত আছে।
ঢাকা মাস ট্রানজিট কোম্পানির ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করা হয়েছে।
https://www.facebook.com/406445069497594/posts/1727573494051405/
Leave a Reply