২৪ ঘন্টা ডট নিউজ। সীতাকুণ্ড প্রতিনিধি : করোনা ভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে সীতাকুণ্ডের ফৌজদারহাট ফাঁড়ি পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২ টার সময় উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের জনসাধারণ, ব্যবসায়ী, বিভিন্ন যানবাহণের চালকদের মাঝে করোনা ভাইরাসের লক্ষণ, ক্ষতিকরদিক এবং এর থেকে প্রতিকার সম্পর্কে সচেতন করতে উক্ত লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম, এএসআই অনজয় সাহা, ৯ নং ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজীম উদ্দিন, ইউপি সদস্য আলমগীর হোসেন মাসুম, মঈন উদ্দিন, সালাউদ্দিন, নিজামউদ্দিন এবং ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির কর্মকতাগণ।
এসময় অফিসার ইনচার্জ সফিকুল ইসলাম বলেন,করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন করতে হবে। সীতাকুণ্ডে এখনো করোনা ভাইরাস আক্রান্ত হয়নি। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে তিনি ধারণা দেন।
২৪ ঘন্টা/কামরুল দুলু/আর এস পি…
Leave a Reply