চুয়াডাঙ্গায় করোনায় আক্রান্ত ইতালিফেরত যুবক

চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলা শহরের থানাপাড়ার ইতালিফেরত এক যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে এ তথ্য জানিয়েছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান।

ওই প্রবাসীর বাবা জানান, ২৬ বছর পর গত ১২ মার্চ তার ছেলে দেশে ফেরেন। ঢাকায় দুই দিন অবস্থানের পর আলমডাঙ্গায় ফেরেন ১৪ মার্চ। এর একদিন পর থেকেই ঠান্ডা, কাশি ও গলাব্যথাসহ জ্বরে আক্রান্ত হন তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার (১৬ মার্চ) সকালে এই প্রবাসীকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি হয়। মঙ্গলবার দুপুরে আক্রান্ত যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পরীক্ষার জন্য ঢাকা আইইডিসিআরে নমুনা পাঠানো হয়। আজ বৃহস্পতিবার দুপুরে যুবকের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।

উল্লেখ্য, স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, বৃহস্পতিবার (১৯ মার্চ) পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৭ ছিল। চুয়াডাঙ্গার রোগীকে নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ১৮-তে দাঁড়ালো। এই ভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *